Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হবিগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা


২৩ মার্চ ২০১৯ ১২:২৩ | আপডেট: ২৩ মার্চ ২০১৯ ১২:২৬

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচঙ্গে এক ইউনিয়ন পরিষদের সদস্যকে (মেম্বার) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার যাত্রাপাশায় এ ঘটনা ঘটেছে।

মৃতের নাম ময়না মিয়া (৬০)। তিনি ৪ নম্বর বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি রাশেদ মোবারক জানান, ময়না মিয়া নামে ওই ইউপি সদস্যকে রাতের আধারে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে তার মরদেহ একটি ডুবায় ফেলে দেয়। মরদেহে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

ধারণা করা হচ্ছে পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি।

সারাবাংলা/এমএইচ

ইউপি সদস্য কুপিয়ে হত্যা মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর