Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে মাদকদ্রব্য ও মটরসাইকেল সহ দুই জন আটক


২১ মার্চ ২০১৯ ০১:৫৬

হিলিতে মাদকদ্রব্য ও মটরসাইকেল সহ দুই জনকে আটক করেছে হিলি-১৮ আনসার ব্যাটালিয়নের সদস্যরা। বুধবার (২০ মার্চ) রাতে উপজেলার আনসার ব্যাটালিয়ন সদর ক্যাম্পের হিলি-ঘোড়াঘাট সড়ক থেকে তাদের আটক করা হয়।

হিলি-১৮ আনসার ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার মমিন উদ্দিন সারাবাংলাকে জানান, মাদকদ্রব্য পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানা পুলিশের সদস্যরা হিলি বাজার থেকে দুইজন মটরসাইকেল আরোহীকে ধাওয়া করে। দ্রুতগামী মটরসাইকেল আরোহী দুইজন আনসার ক্যাম্পের সামনে আসলে তাদের গতিরোধ করা হয়।

বিজ্ঞাপন

পরে তাদের কাছে থাকা একটি তরকারীর ব্যাগ থেকে ২৬ বোতল ফেনিসিডল উদ্ধার করা হয়। তাদেরকে আটক করে মটরসাইকেল সহ হাকিমপুর থানায় সোর্পদ করা হয়েছে।

আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দাউদপুর গ্রামের ওসমান আলীর ছেলে ছানারুল ইসলাম (২৪) এবং হাকিমপুর উপজেলার বড় জালালপুর গ্রামের মৃত বাদল মন্ডলের ছেলে সোহান মন্ডল (২২)।

সারাবাংলা/এমআরপি

মাদক হিলি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর