Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ নেতার মৃত্যু


৭ মার্চ ২০১৯ ১৩:৫৯ | আপডেট: ৭ মার্চ ২০১৯ ১৪:১৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

রাঙ্গামাটি: রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় প্রসীত বিকাশ খীসা নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা চিক্কধন চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বাঘাইছড়ি থানা পুলিশ।

এ হত্যাকাণ্ডের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (এমএন লারমা) দায়ী করেছে ইউপিডিএফ। তবে অভিযোগ প্রত্যাখান করেছে জনসংহতি সমিতিকে (এমএন লারমা)।

ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা জানান, ‘বঙ্গতলী ইউনিয়নে তার নিজ বাড়িতে অবস্থান করছিলেন চিক্কধন চাকমা। এ সময় তিনি দুর্বৃত্তের উপস্থিতি টের পেয়ে নিরাপদে সরে যাওয়ার সময় তাকে গুলি করলে তিনি ধান ক্ষেতে পড়ে যায় এবং ঘটনাস্থলে নিহত হন।

মাইকেল চাকমা আরও বলেন, ‘সামনেই উপজেলা পরিষদ নির্বাচন। আধিপত্য বিস্তারের মাধ্যমে তাদের প্রার্থীকে জেতানোর জন্য পরিকল্পিতভাবে সংস্কারপন্থীরা চিক্কধন চাকমাকে হত্যা করেছে।’

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএর লারমা) সহ-তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটি তাদের স্বভাবজাত কথা। এ ঘটনা তাদের অন্তঃকোন্দল হতে পারে। ঘটনার সাথে আমরা কোনও ভাবেই জড়িত নয়।’

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল মনজুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘বঙ্গলতলী ইউনিয়নে দুর্বৃত্তের গুলিতে চিক্কধন নামের একজন ইউপিডিএফ নেতা নিহত হন। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে, পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন

ইউপিডিএফ খুন গুলিতে দুর্বৃত্তদের গুলি

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর