Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় চোরাই মোটরসাইকেলসহ আটক ৩


২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৫১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

নওগাঁ: নওগাঁয় আটটি চোরাই মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশ কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে নওগাঁ পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, গত ২৪ (ফেব্তারুয়ারি) জেলা সদর থেকে জহুরুল ইসলাম নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় সদর উপজেলার তিলকপুর থেকে চোর চক্রের তিন সদস্যকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার ভাদশা গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে আজিজুল হক (৫০), একই জেলার ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর গ্রামের নাজিমুদ্দিনের ছেলে আক্তার আলম (৪৫) ও পাশ্ববর্তী বগুড়ার সোনাতলা উপজেলার ছাতিয়ানতলা মধ্যপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে আইনুল হক (২৭)।

পরে তাদের দেওয়া তথ্যমতে পাশ্ববর্তী বেশ কয়েকটি জেলায় অভিযান চালিয়ে আরও ৭টি চোরাই মোরসাইকেল উদ্ধার করা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার ও লিমন রায়, ডিবির ওসি, সদর মডেল থানার ওসি সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএইচ

আটক ৩ চোরাই মোটরসাইকেল মোটরসাইকেল

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর