নারায়ণগঞ্জে বাসচাপায় নারী শ্রমিক নিহত
৮ ডিসেম্বর ২০১৮ ১৭:৫৫ | আপডেট: ৮ ডিসেম্বর ২০১৮ ১৭:৫৭
।। নারায়ণগঞ্জ প্রতিনিধি ।।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসচাপায় কোহিনুর আক্তার (২৯) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। তিনি বরিশালের বাকেরগঞ্জ এলাকার আব্দুল হাকিম কাজীর মেয়ে বলে জানা গেছে। শনিবার (৮ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জানান, সকালে গার্মেন্টসে যাওয়ার জন্য শিমরাইলের মাইক্রোবাস স্ট্যান্ডের সামনে রাস্তায় দাঁড়িয়েছিলেন কোহিনুর। এসময় আদমজী ইপিজেডগামী একটি স্টাফ বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
দুর্ঘটনার পরপরই বাসচালক ও হেলপার পালিয়ে গেছেন। তবে বাসটিকে জব্দ করা হয়েছে।
সারাবাংলা/এআরএইচ/এসএল।আরএ