Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশের নারীরা পুরষের চেয়ে বেশি সু্যোগ চায় না’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২২ ১৮:১৪ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২২ ১৮:১৭

ঢাকা:  মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, বাংলাদেশের নারীরা পুরষের চেয়ে বেশি সু্যোগ চায় না। তারা চায় সমান সুযোগ। বঙ্গবন্ধু এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, যে রাষ্ট্র হবে শোষণ ও বঞ্চনা মুক্ত। যেখানে নারী-পুরুষ সমানভাবে নিজ নিজ যোগ্যতায় দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার  (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরের নওয়াব ফয়জুন্নেছা কর্মজীবী মহিলা হোস্টেল ও খিলগাঁওয়ের বেগম রোকেয়া কর্মজীবী মহিলা হোস্টেল উদ্বোধনকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী। মহিলা বিষয়ক অধিদফতরে এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

১০ তলা বিশিষ্ট এ ভবন দু’টি নির্মাণে ব্যয় হয়েছে ৪৪ কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকা।  ভবনগুলোতে মোট ৯৮৮টি কক্ষ রয়েছে।

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে নারীরা পুরুষের সমান যোগ্যতা, কোন কোন ক্ষেত্রে বেশী দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। যা জাতির পিতার স্বপ্নেরই প্রতিফলন।’

তিনি বলেন, ‘কর্মজীবী নারীরা যেন কর্মক্ষেত্রে নিশ্চিন্তে কাজ করতে পারে সে লক্ষ্যে ১০টি কর্মজীবী নারী হোস্টেল ও ১২০টি ডে-কেয়ার সেন্টার পরিচালিত হচ্ছে। জেলা ও উপজেলা পর্যায়ে যেসব ভবন নির্মানের কার্যক্রম চলমান আছে, সেসব ভবনে কর্মজীবি নারী হোস্টেল ও ডে-কেয়ার সেন্টার স্থাপন করা হবে।’

প্রতিমন্ত্রী ইন্দিরা আরও বলেন, ‘গত ৮ আগস্ট বঙ্গমাতার জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম ফজিলাতুন নেছা মুজিব কর্মজীবী মহিলা হোস্টেল, নীলক্ষেত, ঢাকায় নবনির্মিত ১০তলা ভবনের শুভ উদ্বোধন করেছেন। আজ আরও দু’টি ১০তলা নতুন ভবনের উদ্বোধন করা হলো। এর ফলে বেশি সংখ্যক কর্মজীবী নারী নিরাপদ আবাসন নিশ্চিত হলো।

বিজ্ঞাপন

সচিব মো. হাসানুজ্জামান কল্লোল বলেন, ‘নারীর কর্মসংস্থান সৃষ্টি ও উন্নয়নের মাধ্যমে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। কর্মজীবী মহিলা হোস্টেলে নারীদের নিরাপদ আবাসনের মাধ্যমে তাদের কর্মে যোগদানে উৎসাহ যোগাবে।’

অনুষ্ঠানে দুই কর্মজীবী  নারী অনুভূতি ব্যক্ত করে জানান, তারা হোস্টেলে স্বল্প খরচে বসবাস করছেন। এতে তাদের পরিবার নিশ্চিন্তে থাকতে পারছে। আধুনিক সুবিধা সম্বলিত হোস্টেল নির্মান করায় তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মহিলাবিষয়ক অধিদফরের মহাপরিচালক ফরিদা পারভীনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক সচিব মো. হাসানুজ্জামান কল্লোল, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান, অতিরিক্ত সচিব মো: মুহিবুজ্জামান, নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক শারমিন শাহীন এবং নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামানসহ মন্ত্রণালয় ও দফতর সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/ইআ

কর্মজীবী নারী নারী ও শিশু

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর