Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীত ডেকেছে উলের দোকান [ছবি]


২১ নভেম্বর ২০২০ ১০:৪১ | আপডেট: ২১ নভেম্বর ২০২০ ১৫:৪৭

হেমন্তের অর্ধেক পেরিয়ে গেছে। পুরোপুরি না হলেও এরই মধ্যে শীতের রেশ ছড়িয়ে পড়েছে গোটা দেশেই। সেইসঙ্গে শীতবস্ত্রের চাহিদার কথাও যেন হঠাৎই মনে পড়ে গেছে। শীত আসি আসি করছে, হেমন্তের মাঝামাঝি এমন সময়ে উলের সুতা ছিল অন্যতম চাহিদাসম্পন্ন পণ্য। তখন বাড়িতে বাড়িতে হাতে বোনা হতো সোয়েটার। কোনোটা পাতলা, হালকা শীতের জন্য; কোনোটা ভারী, অনেক বেশি শীতেও যেটি যথেষ্ট। বাহারি রঙ আর নকশার হাতে বোনা সেসব সোয়েটারের দিন এখন অনেকটাই গত। তারপরও অনেকেই ধরে রেখেছেন হাতে শীতবস্ত্র তৈরির সেই ঐতিহ্য। যে কারণেই শীত আসার আগে আগের এই সময়টায় উলের বেচাকেনাও কিছুটা হলেও ফিরে আসে। তবে তা আগের মতো ব্যাপক আসারে নয়, অনেকটাই সীমিত পরিসরে।

বিজ্ঞাপন

রাজধানী ঘুরেও দেখা গেল, সব জায়গাতে উলের দোকান বসে না। গুলিস্তান এলাকাতেই চোখে পড়লো এই দোকানটি। দোকানি জানালেন, নব্বই দশক তো বটেই, এই শতকের শুরুর দিকেও রাজধানীজুড়ে অনেক দোকান বসত উলের। এখন আর অত দোকান বসে না। এর কারণ, আগের মতো ব্যবসাও নেই।

গুলিস্তান এলাকা থেকে ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ

উল উলের সুতা উলের সোয়েটার টপ নিউজ শীত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর