Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আটচল্লিশ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা


৬ জানুয়ারি ২০২০ ১৬:২৭ | আপডেট: ৬ জানুয়ারি ২০২০ ১৬:২৮

ঢাকা: ধর্ষকের বিচারের দাবিতে কুর্মিটোলায় বিক্ষোভরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আটচল্লিশ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ঢাকা-ময়মনসিংহ সড়ক ছেড়ে দেন।

প্রায় আধাঘণ্টা বন্ধ থাকার পর  আবারও যান চলাচল শুরু হয় এই সড়কে। এর আগে সোমবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ঢাবি শিক্ষার্থীরা ধর্ষনস্থলে বিক্ষোভ করেন যার ফলে বন্ধ হয়ে যায় ঢাকা-ময়মনসিংহ সড়কের যান চলাচল।

কুর্মিটোলা গলফ ক্লাবের গেট থেকে শুরু করে পশ্চিম দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের গেট পর্যন্ত ধর্ষকের গ্রেফতার, বিচার ও ফাঁসির দাবিতে সড়কের পাশে দীর্ঘ মানবসারিতে দাঁড়িয়ে বিক্ষোভ জানান তারা।

‘ধর্ষকের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও, ‘ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই,’ ‘আমার বোন ধর্ষিত কেন, প্রশাসন জবাব দাও’ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। কুর্মিটোলায় ঘটনাস্থল দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন শিক্ষার্থীদের কেউ কেউ। এসময় তারা সড়কের পাশে থাকা ঝোপঝাড় পরিষ্কারের দাবি জানান।

কুর্মিটোলা টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি শিক্ষার্থী

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর