কামরাঙ্গীর চরে প্লাস্টিক কারখানায় আগুন; নিয়ন্ত্রণে ৬ ইউনিট
২৭ ডিসেম্বর ২০১৯ ০২:১১ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯ ০৮:৩৩
ঢাকাঃ রাজধানীর কামরাঙ্গীর চর লোহার ব্রীজের ঢালে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত পৌঁনে ২টার দিকে আগুনের সুত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ আলী সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে ৬টি ইউনিট পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আগুন লাগার কারন জানা যায়নি।