রাজধানীতে গাড়ি চাপায় এক ব্যক্তির মৃত্যু
২৯ নভেম্বর ২০১৯ ০৪:১৫ | আপডেট: ২৯ নভেম্বর ২০১৯ ০৩:৪০
রাজধানীর মিরপুরে দুই গাড়ি চাপায় মনির কর্মকার (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
দারুসসালাম থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘মনির এবং তার সঙ্গে আরও দুই সহকর্মী গাবতলী পর্বত সিনেমা হলের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। তখন দুই গাড়ি চাপায় মনির আহত হয়, তার সহকর্মীরা তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।‘
বিস্তারিত ঘটনা জানার চেষ্টা চলছে। নিহত ব্যক্তি দুই বাসের চাপায় নিহত হয়েছে না অন্য কোনো গাড়ির চাপায় নিহত হয়েছে বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে। নিহত মনির গাবতলী কোটবাড়ি এলাকার বাসিন্দা। পেশায় তিনি কামার ছিলেন।