Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংগীতশিল্পী টিনার নতুন ফ্যাশন হাউজ


১৮ সেপ্টেম্বর ২০১৯ ০৪:২৯

পোশাকের বিষয়ে সবসময়ই বেশ সৌখিন সংগীতশিল্পী টিনা রাসেল। নিজের রুচি আর ভাবনার সম্মিলন ঘটিয়ে এবার তিনি নিজেই চালু করেছেন একটি ফ্যাশন হাউজ। ‘টিনা’ নামের এই ফ্যাশন হাউজটি অবশ্য চালু হয়েছে অনলাইন পরিসরে। অর্থাৎ টিনার ফেসবুক পেইজ থেকে পছন্দের পোশাক কিনতে পারবেন যে কেউ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন হয়ে গেল টিনা’র। এসময় উপস্থিত ছিলেন বাংলা ট্রিবিউনের সম্পাদক গীতিকবি জুলফিকার রাসেল, চিত্রনায়ক আরিফিন শুভ, অভিনেত্রী বন্যা মির্জা, মৌটুসী বিশ্বাস, স্বাগতা, সংগীতশিল্পী শফিক তুহিন, পুলক, আয়েশা মৌসুমী, সাংবাদিক মুন্নী সাহা, উপস্থাপক আনজাম মাসুদসহ অন্যরা।

বিজ্ঞাপন

কী ধরনের পোশাক থাকবে টিনা’য়? জানতে চাইলে টিনা রাসেল বলেন, ‘এখানে ওয়েস্টার্ন পোশাকের কালেকশন থাকবে। গাউন, টপস, প্যান্ট, জুতাসহ মেয়েদের জন্য বিভিন্ন ধরনের সংগ্রহ রয়েছে। এসব সংগ্রহ মূলত কম্বো হিসেবে করা হলেও যে কেউ চাইলে আলাদাভাবেও এগুলো কিনতে পারবেন।’

গানের ভূবন থেকে ফ্যাশন হাউজের এই যাত্রা সম্পর্কে টিনা বলেন, ‘আমি এখনও গানের ভূবনেই আছি। বরং গানের ফাঁকে আমার অবসর সময়ে নতুন এই কাজে সময় দিচ্ছি। বলা যায়, এটা শখের বশেই করছি।’

এই শিল্পী জানালেন, প্রায়াই তার পোশাকের নকশা বা কম্বিনেশন দেখে তার সহকর্মীরা তাদের জন্যও এমন নকশা করে দেওয়ার আবদার করতেন। সেখান থেকেই ফ্যাশন হাউজ করার পরিকল্পনা আসে টিনার মাথায়। তিনি বলেন, ‘এতে করে সহকর্মীদের ইচ্ছেও পূরণ করা হবে। আমার নিজের শখটাও পূরণ হবে।’

টিনার পোশাক ফ্যাশন সচেতন নারীদের মন জয় করে নেবে বলেও দৃঢ় বিশ্বাস টিনা রাসেলের।

বিজ্ঞাপন

টিনা ফ্যাশন হাউজ টিনা রাসেল

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর