Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষক অনশন, ডেঙ্গু জ্বরে একজনের মৃত্যু


১৩ জুলাই ২০১৯ ১৮:০২ | আপডেট: ১৩ জুলাই ২০১৯ ২০:০২

ফাইল ছবি

ঢাকা: শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে অনশনরত শিক্ষকদের একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। ওই শিক্ষকের নাম জাকির হোসেন (৪০)।

শুক্রবার (১২ জুলাই) রাতে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষকের মৃত্যু হয়। জাকির হোসেন ফরিদপুরের মধুখালী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। জাকির হোসেনের মৃত্যুর খবরটি সারাবাংলাকে নিশ্চিত করেছেন শিক্ষক আন্দোলনের সভাপতি মামুনুর রশিদ।

বিজ্ঞাপন

মামুনুর রশীদ বলেন, ‘জাকির হোসেন আগে থেকেই ডায়াবেটিস রোগী ছিলেন। অনশনে থাকা অবস্থাতেই তিনি জ্বরে আক্রান্ত হন। জ্বর হওয়ার পর তিনি গ্রামের বাড়ি ফরিদপুরে চলে যান এবং সেখানে চিকিৎসা করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি ঢাকায় ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। সেখানেই গতকাল রাত বারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় জাকির হোসেনের মৃত্যু হয়।’

টানা অনশনের কারণে তার শরীর ও মানসিক শক্তি দুর্বল হয়ে পড়েছিল বলে জানান শিক্ষক নেতা মামুন।

জাতীয়করণ থেকে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা জাতীয়করণের দাবিতে ২৮ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলন করছেন। গত ১১ দিন ধরে চলছে তাদের টানা অনশন।

অনশন ও অসুস্থ পরিবেশে দিনানিপাত করার কারণে আন্দোলনরত শিক্ষকদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। শিক্ষক আন্দোলনের সভাপতি মামুনুর রশিদ নিজেও জ্বর ও কলেরায় আক্রান্ত। তিনি ছাড়াও কমপক্ষে ২০ জন শিক্ষক বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন।

ঠাকুরগাঁও থেকে আসা শিক্ষক জ্যোতিষ চন্দ্র রায় ভুগছেন জ্বরে। জ্বরের সঙ্গে কলেরায় ভুগছেন নেত্রকোনার ইব্রাহিম খলিল, কিশোরগঞ্জের বদরুল আমিন ফরহাদ, সিরাজগঞ্জের হারুনুর রশিদ।

বিজ্ঞাপন

মামুনুর রশিদ জানান, শিগগির ব্যবস্থা না নিলে এসব অসুস্থ শিক্ষকদের শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। এ জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সহযোগিতা চান তিনি।

মামুনুর রশীদ বলেন, ‘আমরা অসহায়! সরকারের পক্ষ থেকে ঊর্ধ্বতন কেউ এসে আমাদের সঙ্গে কথা বলুক। আমাদের ন্যায্য দাবি বিবেচনা করুক। আমাদের একজন শিক্ষক অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন, আমরা চাই না আর কেউ এমন দুর্ভাগ্যে পতিত হোক।’

এ শিক্ষক নেতা বলছেন, ‘দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষকরা তাদের আন্দোলন চালিয়ে যাবেন।’

এর আগে ২০১৮ সালের জানুয়ারি মাসেও একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করেন শিক্ষকরা। এরপর গত ১৬ জুন থেকে ২৮ জুন পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এরপর ২৯ জুন প্রতীকী অনশন করেন।

গত ৩০ জুন থেকে ২ জুলাই পালন করেন অনশন কর্মসূচি। এরপরও ৩ জুলাই থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

সারাবাংলা/টিএস/একে

আরও পড়ুন

প্রেসক্লাবের সামনে শিক্ষকদের অনশন: ৯ দিনে অসুস্থ ছাব্বিশ
চাকুরী স্থায়ীকরণ ও বকেয়া বেতনের দাবিতে চলছে এসিটি শিক্ষকদের অনশন
১৭ দিন পর শিক্ষকদের অনশন ভাঙালেন ড. আনিসুজ্জামান
প্রধানমন্ত্রীর আশ্বাসে শিক্ষকদের অনশন প্রত্যাহার
জাতীয়করণের দাবিতে শিক্ষকদের আমরণ অনশন
আমরণ অনশনের আল্টিমেটাম প্রাথমিক শিক্ষকদের
শিক্ষকদের জন্য আইনি লড়াই করবেন ড. কামাল
শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এমপিওভুক্তির অনশন চলবে

 

জাতীয়করণ আন্দোলন টপ নিউজ ডেঙ্গু জ্বর প্রেস ক্লাব শিক্ষক অনশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর