Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ মাসের মধ্যে ধর্ষকের ফাঁসি চান সামিয়ার বাবা


৭ জুলাই ২০১৯ ১৫:০০ | আপডেট: ৭ জুলাই ২০১৯ ১৫:৩৪

ঢাকা: রাজধানীর ওয়ারী এলাকায় সামিয়া আক্তার সায়মাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেফতার ধর্ষকের ফাঁসি দাবি করেছেন সামিয়ার বাবা আব্দুস সালাম।

রোববার (৭ জুলাই) দুপুর ২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন শেষে সামিয়ার বাবা সাংবাদিকদের উদ্দেশে কথা বলতে গিয়ে শুরুতেই কেঁদে ফেলেন।

আব্দুস সালাম বলেন, ‘আমার পরীর মতো মেয়েকে যে কষ্ট দিয়ে মেরেছে তারও সর্বোচ্চ শাস্তি চাই। আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে তার ফাঁসি চাই।’

https://www.youtube.com/watch?v=yx4i88T9eDk

এ সময় সামিয়ার বাবা আরও বলেন, ‘আমি নামাজ পড়তে গিয়েছিলাম। মেয়েটা মাকে বলেছে, মা মাত্র ১০ মিনিটের জন্য ওই বাসায় যাব, একটু খেলে চলে আসব। এসে তোমার পড়াগুলো দিয়ে দেব। এরমধ্যেই তাকে আর পাওয়া গেল না।’

আবদুস সালাম জানান, সামিয়ার মৃত্যুতে গত তিনদিন ধরে পরিবারের কেউ মুখে পানিও দেয়নি। সবাই সামিয়ার কাপড়-চোপড় নিয়ে কান্নাকাটি করছে।’

সামিয়ার বাবা বলেন, ‘আমি দেশবাসীকে একটি কথা বলতে চাই, যাদের মেয়ে বাচ্চা আছে, তারা আগলে রাখবেন। এক মুহূর্তের জন্য আড়াল হতে দেবেন না। এইসব নরপিশাচদের হাত থেকে খেয়াল রাখবেন।’

অনেক আলোচিত ঘটনা কয়েকদিন পরেই নিভিয়ে যায়। এ ঘটনাও যাতে অতলে হারিয়ে না যায় সে জন্য সাংবাদিকদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সারাবাংলা/ইউজে/একে

আরও পড়ুন

শিশু সামিয়া ধর্ষণ ও হত্যা মামলার মূল অভিযুক্ত গ্রেফতার
শিশু সামিয়াকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা
৬ মাসে ৩৯৯ শিশু ধর্ষণের শিকার, ১৬ জনের মৃত্যু
‘কোন নরপশু আমার মেয়েকে মেরে ফেলল?’
ওয়ারীতে শিশুহত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ৬
ওয়ারীর বনগ্রামে খালি ফ্ল্যাট থেকে শিশুর মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

 

ওয়ারী শিশু ধর্ষণ শিশুকে ধর্ষণ শিশুহত্যা সামিয়া সামিয়া হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর