কল্যাণপুরে পেট্রোল পাম্পের আগুন নিয়ন্ত্রণে
১৮ জুন ২০১৯ ১৮:০৪ | আপডেট: ১৮ জুন ২০১৯ ১৯:৩৫
ঢাকা: রাজধানীর কল্যাণপুরে সাহিল ফিলিং স্টেশনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দশটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (১৮ জুন) বিকেল ৫টা ২৫ মিনিটে ফিলিং স্টেশনটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, বিকেল ৫টা ৫৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে আগুন লাগার পরপরই শ্যামলী-কল্যাণপুর সড়কের উভয়পাশে যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি মোকাবিলায় ট্রাফিক পুলিশের সদস্যরা সেখানে দায়িত্ব পালন করেন।
ওই পেট্রোল পাম্পের কাছে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের অবস্থান। সিএনজি ফিলিং স্টেশনে আগুন লাগায় হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত কেউ কেউ হাসপাতাল থেকে বেরিয়ে যান। আগুন নিয়ন্ত্রণে আসার পর তারা ফের হাসপাতালে ফেরেন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. রাসেল সারাবাংলাকে জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে দশটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সারাবাংলা/ইউজে/একে