Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু


১৬ জুন ২০১৯ ০০:৩১

ঢাকা: রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে রতন মিয়া (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রেল স্টেশন পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন জানান, শনিবার (১৫ জুন) সন্ধ্যায় জামালপুর থেকে ঢাকার কমলাপুরগামী ট্রেনটি বিমানবন্দর রেল স্টেশন অতিক্রম করার সময় ওই ব্যক্তি ট্রেন থেকে নামতে যান। এ সময় শরীরের ভারসাম্য রাখতে না পেরে ওই ব্যক্তি ট্রেনের চাকার নিচে চাপা পড়েন।

বিজ্ঞাপন

রেল পুলিশের ওই কর্মকর্তা জানান, মৃত ব্যক্তির কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার নাম শনাক্ত করা গেছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/একে

ট্রেন বিমানবন্দর স্টেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর