Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিএনজিচালিত অটোরিকশায় হঠাৎ আগুন, চালক দগ্ধ


২৯ মে ২০১৯ ২১:০০

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর গাবতলী বেড়িবাঁধ এলাকায় সিএনজিচালিত এক অটোরিকশায় হঠাৎ আগুন লাগায় এর চালক বেলাল হোসেন বিপ্লব (৩০) দগ্ধ হয়েছেন।

বুধবার (২৯ মে) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত চালক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।

দগ্ধ বিপ্লব জানান, স্ত্রী আছিয়া খাতুনকে নিয়ে তিনি মিরপুর-৭ নম্বর সেকশনে মিল্কভিটা এলাকায় থাকেন।

ওই চালক চালান, তিনি মিরপুর-১ এর আনসার ক্যাম্প থেকে তিনজন যাত্রী নিয়ে মোহাম্মদপুরের বছিলায় যাচ্ছিলেন। অটোরিকশাটি গাবতলী বেড়িবাঁধ এলাকায় পৌঁছলে হঠাৎ অটোরিকশার সামনে আগুন ধরে যায়। এতে ওই চালক বিপ্লব দগ্ধ হন। ওই সময় পথচারীরা ওই চালককে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। পরে সেখান থেকে সন্ধ্যায় দগ্ধ ওই চালককে ঢামেকে ভর্তি করা হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ওই চালকের মুখমণ্ডল, দুই হাত ও বুক আগুনে পুড়ে গেছে। তাকে বার্ন ইউনিটে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এসএসআর/একে

অটোরিকশা আগুন ঢামেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর