ঈদে ফাঁকা ঢাকায় থাকবে নিরাপত্তা বলয়: ডিএমপি কমিশনার
২৬ মে ২০১৯ ১৭:৩০ | আপডেট: ২৬ মে ২০১৯ ১৭:৪১
ঢাকা: নগরবাসী যাতে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে সে জন্য ফাঁকা ঢাকায় পুলিশের পাহারা থাকবে। বাসা-বাড়ি, ব্যবসায়ী প্রতিষ্ঠানে নিরাপত্তা কর্মীর পাশাপাশি থাকবে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। সবাই মিলে গড়ে তোলা হবে একটা নিরাপত্তা বলয়।
রোববার (২৬ মে) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
ডিএমপি কমিশনার বলেন, ঈদে ঢাকার নিরাপত্তায় চেকপোস্ট, তল্লাশি ও রাস্তায় ব্যারিকেড ব্যবস্থা রাখা হচ্ছে। আমরা আপনাদের সঙ্গে আছি, আপনাদের পাশে আছি, আপনারা নির্বিঘ্নে-নিশ্চিন্তে ঈদ উদযাপন করুন, উৎসব করুন। যেকোনো অপরাধ প্রতিরোধ করতে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় পুলিশি নজরদারি রয়েছে।
আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ঈদ উপলক্ষে শপিং মল, বাস টার্মিনাল, লঞ্চ ঘাট ও রেল স্টেশনে অনেক পুলিশ মোতায়েন করেছি। পুলিশের টহল বাড়ানো হয়েছে। যাতে গভীর রাত পর্যন্ত কেনাকাটা করে নগরবাসী নিরাপদে বাসায় ফিরতে পারে। ঈদে ঢাকা শহর ফাঁকা হয়ে যাবে। এ ফাঁকা ঢাকা শহরে আমাদের পাহারা থাকবে, বাসা-বাড়ি, ব্যবসায়ী প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড থাকবে আমরাও থাকবো। সবাই মিলে একটা নিরাপত্তা বলয় করব। থাকবে নিরাপত্তা চেকপোস্ট, তল্লাশি ও রাস্তায় ব্যারিকেড ব্যবস্থা।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, অজ্ঞান পার্টি এদেরকে আপনারা প্রতিহত করবেন। এদের খবর আমাদের দিবেন। যাতে করে আমরা তাদের গ্রেফতার করে আদালতে কাঠগড়াই দাঁড় করাতে পারি। এ ঢাকায় নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত করার দুঃসাহস কেউ দেখালে, তার বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন, যুগ্ম পুলিশ কমিশনার (সদর দপ্তর) আশরাফুজ্জামান, যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) শেখ নাজমুল আলম ও তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারসহ অন্যান্য কর্মকর্তারা।
সারাবাংলা/এসএইচ/জেডএফ