Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কালশী ও বাউনিয়া খালে ড্রেন নির্মাণের কাজ ৯০ ভাগ শেষ


১৯ মে ২০১৯ ০১:২৩

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মিরপুর এলাকায় দীর্ঘদিন ধরে অব্যাহত থাকা জলাবদ্ধতা নিরসনে কালশী ও বাউনিয়া খালে পাইপ ড্রেন নির্মাণের কাজ ৯০ ভাগ শেষ হয়েছে। আগামী সপ্তাহে শেষ হবে পুরো কাজ।

শনিবার (১৮ মে) বিকেলে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় জানানো হয়, কালশী থেকে বাউনিয়া খাল পর্যন্ত পানির স্বাভাবিক প্রবাহ বিদ্যমান রাখতে ১ হাজার ১৮৮ মিটারের বাইপাস ড্রেন নির্মাণ করা হচ্ছে। এটি নির্মাণে ব্যয় হচ্ছে ৫ কোটি টাকা। এরইমধ্যে এর নির্মাণ কাজ ৯০ ভাগ শেষ হয়েছে। মেয়রের প্রত্যক্ষ নির্দেশনায় আগামী সপ্তাহের মধ্যেই শেষ হবে এর নির্মাণ কাজ।

এ ছাড়া ঢাকা ওয়াসার আওতাধীন মিরপুরের সাংবাদিক আবাসিক এলাকার খাল ও মুসলিম বাজার খালও পরিষ্কার করা হয়েছে বলে বার্তায় জানানো হয়। ডিএনসিসির মেয়র দুপুরে পাইপ ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করেন বলে জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, ওয়ার্ড কাউন্সিলর মোবাশ্বের চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরিফ উদ্দিন ও নির্বাহী প্রকৌশলী এনামুল কবির প্রমুখ।

সারাবাংলা/এসএইচ/একে

আতিকুল ইসলাম কালশী বাউনিয়া খাল