Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিন্ডিকেটের প্রভাবে ঠিকমতো চলছে না হলিডে মার্কেট


১৯ মে ২০১৯ ০০:৩৭

ঢাকা: ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর ১১টি স্থানে চালু হয়েছে হলিডে মার্কেট। রোজার প্রথম সপ্তাহ থেকেই রাস্তার পাশের এসব মার্কেটে স্বল্প মূল্যে পণ্য বিক্রি হচ্ছে। তবে মার্কেট নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিরুদ্ধে অব্যবস্থাপনাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করেছেন ক্রেতা ও বিক্রেতারা।

বিক্রেতাদের অভিযোগ, স্থানীয় নেতা ও হকাররা একসঙ্গে অনেকগুলো জায়গা বরাদ্দ নিয়ে অতিরিক্ত মূল্যে ভাড়া আদায় করছে। ফলে যতটা কম মূল্যে পণ্য বিক্রি করার কথা ততটা কমে পন্য বিক্রি করতে পারছেন না বিক্রেতারা। অব্যবস্থাপনা ও চাঁদাবাজির অভিযোগ তুলে বেশ কয়েকজন বিক্রেতা জানান, স্থানীয় নেতা ও সিন্ডিকেটের প্রভাবে হলিডে মার্কেট ঠিকমতো চালানো যাচ্ছে না। এখানে লাভ অনেক কম, তার ওপরে লাভের টাকা চলে যাচ্ছে সিন্ডিকেটের পকেটে।

বিজ্ঞাপন

হলিডে মার্কেটের ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার জন্য, সারাবছর সপ্তাহে কমপক্ষে একদিন এই মার্কেট খোলা রাখার দাবি জানান বিক্রেতারা।

হলিডে মার্কেটের কাপড় ব্যবসায়ী মনোয়ার হোসেন বলেন, ‘ছুটির দিনে ব্যবসা করার সিদ্ধান্তটা সুন্দর। কিন্তু সারাদিন ব্যবসা করে আমরা যেনো নিজেদের স্ত্রী-সন্তানের জন্য কিছু খাবার কিনতে পারি সেই খেয়াল রাখতে হবে। আমরা ব্যবসা করব আর সিন্ডিকেট আমাদের পকেট কাটবে তা যেন না হয়। আমাদের দাবি, এই মার্কেট বছরব্যাপী খোলা রাখা হোক।’

এদিকে অনিয়ম যাই হোক, রাস্তার পাশে এসব দোকানে ক্রেতাদের তুমুল ভিড় দেখা গেছে। নিত্যপণ্যের বিভিন্ন দোকানের পাশাপাশি মতিঝিল, গুলিস্তান, কাঁটাবনের এসব মার্কেটে পোশাক, প্রসাধনীসহ বিভিন্ন রকম পণ্য তুলনামূলক কম দামে প্রচুর বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

ছুটির দিনে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত খোলা থাকে হলিডে মার্কেট। ফলে গৃহিণী ও চাকরিজীবী নারীরা সহজেই এসব মার্কেট থেকে কেনাকাটা করতে পারছেন।

হাতিরপুল এলাকার বাসিন্দা মাফরুহা জাহান বলেন, ‘এটি ফুটপথের ব্যবসা হলেও এখানে পণ্যের মান এবং দাম অনেক কম। এ জন্য কেনাকাটা করতে এসেছি। ঈদের আগে আরেক দফা কিনতে হবে, তবে ঘরের কাজের জন্য জরুরি পণ্য সব কিনে নিয়েছি।’

এদিকে হলিডে মার্কেটের কারণে রাজধানীর গুলিস্তান ও মতিঝিল এলাকা অনেক হকার এ প্রতিবেদকের কাছে অভিযোগ করে বলেন, ‘তারা সর্বস্বান্ত হয়ে গেছেন। এ নিয়ে তারা রাস্তায় নেমে আন্দোলন করেছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের সাক্ষাৎ প্রার্থনা করেও কোনো সাড়া কিংবা সাহায্য পাননি।’

এ বিষয়ে বাংলাদেশ হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকান্দার হায়াত বলেন, ‘হলিডে মার্কেটের কারণে হকাররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সেখানে জায়গা বরাদ্দের জন্য মোটা অঙ্কের টাকা দাবি করছেন অনেকে। এরা সবাই সিটি করপোরেশনের ঘনিষ্ঠ মানুষ। আমরা অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছি না। আমরা চাই, হকারদের পুরোদমে পুনর্বাসন করা হোক, অথবা হলিডে মার্কেটে স্বাভাবিক নিয়মে বসতে দেওয়া হোক। না হলে আমরা গুলিস্তানে বসতে চাই।’

উল্লেখ্য, ২০০৭ সালেও বেশ বড় পরিসরে হলিডে মার্কেট চালু করেছিল সিটি করপোরেশন। কিন্তু চাঁদাবাজি ও অব্যবস্থাপনাসহ বিভিন্ন কারণে সেটি টেকেনি। হলিডে মার্কেটে জায়গা পাওয়া বেশ কয়েকজন বিক্রেতা আবেদন জানিয়ে বলেন, ‘এ সুন্দর উদ্যোগটি যেন অব্যবস্থাপনার কারণে বন্ধ না হয়ে যায়। প্রয়োজনে সারাবছর এটি চালু রাখা হোক।’

সারাবাংলা/টিএস/একে

রাজধানী হকার হলিডে মার্কেট

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর