Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড্ডায় গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা


১৩ মে ২০১৯ ১৩:১৬ | আপডেট: ১৩ মে ২০১৯ ১৩:১৭

ঢাকা: রাজধানীর মধ্য বাড্ডার একটি বাসায় গলায় ফাঁস দিয়ে নাওশিস আহমেদ সাবা (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। ওই গৃহবধূ বনানী সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) দেবী কান্ত বর্মন জানান, জামা-কাপড় কেনাকে কেন্দ্র করে রোববার রাত সাড়ে ৯টার দিকে স্বামী-স্ত্রীর মনোমালিন্য হয়। এরপর রাত ১২টার দিকে সাবা পাশের রুমে গিয়ে গলায় ফাঁস দেন। তার স্বামী পরবর্তী সময়ে বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সাবাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

পুলিশ কুর্মিটোলা হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

মৃত সাবার দুলাভাই মাহমুদ হাসান জানান, একবছর আগে সেলিম আহমেদের সঙ্গে সাবার বিয়ে হয়। বিয়ের পর তারা মধ্য বাড্ডার বৈশাখী সরণীতে ভাড়া করা বাসায় থাকতেন। সাবা সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তার বাড়ি জয়পুরহাট জেলার কালাই উপজেলার কালাইপুনট গ্রামে। তার বাবার নাম মাহবুবুল হাসান শহীদ।

সারাবাংলা/একে

গৃহবধূর আত্মহত্যা বাড্ডা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর