Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় দুই গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু


১ মে ২০১৯ ১৩:২৬ | আপডেট: ১ মে ২০১৯ ১৩:৩০

ঢাকা: রাজধানীর উত্তরায় এক বাসায় দুই গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে উত্তরার জসিম উদ্দিন রোড এলাকায় একটি বাসার ছাদ থেকে উদ্ধার করে দুইজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত দুই গৃহকর্মী হলেন হালিমা (১৪) ও রুবি (১৭)। মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বুধবার (১ মে) জানান, জসিমউদ্দীন সড়কের একটি ছয়তলা বাড়িতে কাজ করত দুই গৃহকর্মী। ওই বাসায় থাকা সিসি ক্যামেরায় দেখা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে দুই গৃহকর্মী দরজা খুলে বাড়ির ছাদে যায়। এর কিছুক্ষণ পর পাশের একতলা বাড়ির ছাদ থেকে নিরাপত্তাকর্মীরা আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে। এরপর তাদের উত্তরা রেড ক্রিসেন্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ওই দুই গৃহকর্মী ছয়তলার ছাদ থেকে পাশের একতলা ভবনের ছাদে কীভাবে গেল জানা যায়নি। তারা লাফিয়ে পড়েছে, নাকি তাদের ফেলে দেওয়া হয়েছে তা জানা যায়নি। তবে তাদের হাত-পা ভেঙে গিয়েছে।

মরদেহ মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে দুই গৃহকর্মীর মৃত্যুর কারণ জানা যাবে।

সারাবাংলা/ইউজে/একে

উত্তরা গৃহকর্মীর মৃত্যু ঢাকা মেডিকেল ঢামেক

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর