খিলগাঁওয়ে ট্রাক চাপায় প্রাণ গেল কিশোরের
১ এপ্রিল ২০১৯ ১৮:১৫ | আপডেট: ১ এপ্রিল ২০১৯ ২০:১০
ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে ট্রাক চাপায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে। সোমবার (১ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। অজ্ঞাত পরিচয়ের ওই কিশোরকে মুমূর্ষু অবস্থায় থানা ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসে পুলিশ। সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাকে মৃত ঘোষনা করেন চিকিৎসক।
পরে বাবা বিশ্বজিৎ মন্ডল হাসপাতালে এসে ছেলের মৃতদেহ সনাক্ত করেন।
বিশ্বজিৎ মন্ডল জানান, তাদের একমাত্র সন্তান বিবেক মন্ডল (১৩)। সে ঢাকা মডেল স্কুল এন্ড কলেজ এর ৮ম শ্রেণিতে পড়াশুনা করতো। নন্দিপাড়া বটতলা ২ নং স্কুল রোডে নিজেদের বাড়ি। বিবেক নিজের সাইকেল নিয়ে বিকেলে বের হয়।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, বিকালে খিলগাঁও ডেমড়া লিংক রোডে বাইসাইকেল চালিয়ে যাওয়ার পথে একটি মিনি ট্রাক ছেলেটিকে চাপা দেয়।এতে সে গুরুতর আহত হয়।পরে তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করেন।
ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে । এসময় চালককেও আটক করা হয়েছে বলেও জানান খোরশেদ আলম।
সারাবাংলা/এসআর/জেডএফ