Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসির কম্প্রেসার বিস্ফোরণ: স্বামীর পর মারা গেলেন দগ্ধ স্ত্রী


২৫ মার্চ ২০১৯ ১৪:৩১ | আপডেট: ২৫ মার্চ ২০১৯ ১৪:৩২

ঢাকা: রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাসায় এয়ার কন্ডিশনারের (এসি) কম্প্রেসার বিস্ফোরণের ঘটনার দগ্ধ আলমগীর ভূঁইয়া (৬২) ও তার স্ত্রী বিলকিস ফারজানা (৪৮) দুজনই মারা গেছে।

সোমবার (২৫ মার্চ) দুপুর ১টার দিকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন মারা যান বিলকিস ফারজানা (৪৮)। এর আগে রোববার (২৪ মার্চ) দুপুরে মারা যান স্বামী আলমগীর ভূঁইয়া (৬২)।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল।

তিনি বলেন, ‘ফারজানা ও তার স্বামী আলমগীরের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। দুজনই বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি ছিল।’

এর আগে গত সোমবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

দগ্ধ আলমগীরের ছোটভাই তানজিল শাহরিয়ার জানান, উত্তরার ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের ৪১ নম্বর বাসায় থাকেন তার ভাই আলমগীর। রাতে স্বামী স্ত্রী যখন ঘুমিয়ে ছিল তখন বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে কম্প্রেসার বিস্ফোরণ হয়। এতে ঘুমন্ত অবস্থায় তারা দগ্ধ হন। পরে পাশের বাসার লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়। সেখান থেকে তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেওয়া হয়।

ভাই তানজিল আরও জানায়, আলমগীর বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং ব্যবসায়ী। তার স্ত্রী উত্তরা পশ্চিম মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

সারাবাংলা/এসএসআর/একে

এয়ার কন্ডিশনার এসি ঢাকা মেডিকেল ঢামেক দগ্ধ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর