Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালবাগে বাসার রেলিং ভেঙে স্কুলছাত্রীর মৃত্যু


২৩ জানুয়ারি ২০১৯ ০০:৩৮ | আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯ ০২:১০

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

রাজাধানীর লালবাগ থানাধীন নবাবগঞ্জ এলাকার একটি বাসার চার তলার বারান্দার রেলিং ভেঙে নিচে পড়ে আফিয়া বিনতে আলমাস (১৩) নামের এক স্কুলছাত্রী মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) রাত ১০টার দিকে নবাবগঞ্জের ৬৯ নম্বর রোডের একটি বাসায় এই ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া সারাবাংলাকে এই তথ্য জানান।

বাচ্চু মিয়া জানান, গুরুতর আহত অবস্থায় আফিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১ টায় তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, আফিয়া চাচা আবু দারদা শিশির বলেন, ‘রাতে ৭ তলা বাসার ৪ তলার বারান্দায় ফুলের টবে পানি দিতে যায় আফিয়া। এ সময় বারান্দার রেলিংয়ের ওপর থেকে নিচে পড়ে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

প্রসঙ্গত, আফিয়া বিনতে আলমাস আজিমপুর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। আফিয়ার বাবার নাম আলমাস হোসেন বাবলু। তিন ভাইবোনের মধ্যে আফিয়া ছিল দ্বিতীয়।

ময়নাতদন্তের জন্য নিহতের মৃতদেহ মর্গে রাখা হয়েছে বলেও জানান ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়।

সারাবাংলা /এসএসআর/ এসএইচ

মৃত্যু লালবাগ স্কুল শিক্ষার্থী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর