Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালবাগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ১৮:৩০

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর লালবাগের শহীদনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মোহাম্মদ হোসেন (২৫) নামে এক কারখানা কর্মচারী খুন হয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে শহীদনগর ২ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল সোয়া ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

হোসেনকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু মো. আব্দুল রাকিব জানান, সোমবার রাতে হোসেন ও তার বন্ধু নীরব ২ নম্বর গলি দিয়ে যাওয়ার সময় নীরবের হাতে থাকা একটি লোহার পাইপ স্থানীয় আবির (২৮) নামে এক যুবক চায়। নীরব পাইপ দিতে না চাইলে আবির তাকে কয়েকটি থাপ্পড় মারে। তখন বিষয়টি দেখে হোসেন প্রতিবাদ করলে আবিরকে চড় মারে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, রাতে বড় ভাইদের উপস্থিতিতে ঘটনাটি মীমাংসা হয়ে যায়। কিন্তু আজ দুপুরে কারখানায় কাজ শেষে বাসায় ফেরার পথে দুলাল নামের এক ব্যক্তির দোকানের সামনে ওৎ পেতে থাকা আবির সুইচগিয়ার (ধারালো ছুরি) দিয়ে হোসেনের পেটে পরপর ৫–৬টি আঘাত করে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আবিরকে আটক করে আর হোসেনকে হাসপাতালে নিয়ে যায়।

নিহত হোসেনের বোন সুরাইয়া আক্তার বলেন, তারা শহীদনগর ২ নম্বর গলির বাসিন্দা। পাশের গহনা তৈরির কারখানায় কাজ করতেন হোসেন। তাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়।

তিনি জানান, ‘আবির নামে একটি ছেলে আমার ভাইকে ছুরিকাঘাত করেছে— এটা জানা গেছে। কিন্তু কেন করেছে তা এখনো বুঝতে পারছি না।’

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নিহত হোসেনের বুক ও পেটে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি লালবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন আলী বলেন, ‘শহীদনগরে মারামারির ঘটনায় একজন যুবক হাসপাতালে মারা গেছে— এ তথ্য পেয়েছি। ঘটনাস্থলে এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে, বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।’

সারাবাংলা/এসএসআর/এমপি
বিজ্ঞাপন

পঞ্চগড়ে ট্রাকচাপায় নারী নিহত
৯ ডিসেম্বর ২০২৫ ১৮:২২

আরো

সম্পর্কিত খবর