Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ কলেজ শিক্ষার্থীদের শিক্ষাভবন মোড় অবরোধ

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৮ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৫ ১৭:০৬

অধ্যাদেশ জারিতে দৃশ্যমান অগ্রগতি না থাকায় শিক্ষাভবন মোড় অবরোধ করেছে ঢাকার ৭ কলেজের শিক্ষার্থীরা। ছবি: সারাবাংলা

ঢাকা: ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার প্রক্রিয়া দীর্ঘদিন ঝুলে থাকা এবং অধ্যাদেশ জারিতে দৃশ্যমান অগ্রগতি না থাকায় রাজধানীর শিক্ষাভবন মোড় অবরোধ করে প্রতিবাদে নেমেছে ঢাকার সাত কলেজের শিক্ষার্থীরা। রোববার (৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে শিক্ষাভবন মোড়ে অবস্থান নিয়ে তারা আন্দোলন শুরু করেন।

শিক্ষার্থীরা জানান, শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন প্রকাশ করলেও এখনো চূড়ান্ত অধ্যাদেশ জারি হয়নি। এতে পরিচয় সংকট, অ্যাকাডেমিক অনিশ্চয়তা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে দেড় লক্ষাধিক শিক্ষার্থী মারাত্মক সমস্যায় পড়েছেন।

বিজ্ঞাপন

অবরোধের কারণে সচিবালয় থেকে শিক্ষাভবনমুখী সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, সৃষ্টি হয় তীব্র যানজট।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের অর্গানাইজিং উইং থেকে শনিবার (৬ ডিসেম্বর) পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত আইনটির ওপর অনলাইনে মতামত নেওয়া হলেও তিন দফা বৈঠকের পরও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে শিক্ষার্থীদের উদ্বেগ আরও তীব্র হয়েছে।

গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছিল, সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত এরইমধ্যে গৃহীত হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের গুজব এড়িয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর