Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে উদযাপিত হলো তিমুর-লেস্তের স্বাধীনতার ঘোষণার ৫০ বছর

সারাবাংলা ডেস্ক
৩০ নভেম্বর ২০২৫ ০৯:০১

তিমুর-লেস্তের স্বাধীনতার ঘোষণার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকা শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে ২৮ নভেম্বর ২০২৫ এক সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশে তিমুর-লেস্তের অনারারি কনসাল ইঞ্জিনিয়ার কুতুবউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে কূটনীতিক, সরকারি কর্মকর্তা, জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, ব্যবসায়ীসহ দুই দেশের বন্ধুসুলভ প্রতিনিধিরা অংশ নেন। দ্বিপাক্ষিক সম্পর্কের উষ্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান–বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি তিমুর-লেস্তের জনগণের ঐতিহাসিক সংগ্রাম, দৃঢ়তা ও গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রশংসা করেন। পাশাপাশি দক্ষিণ এশিয়া, বিশেষ করে বাংলাদেশের সঙ্গে তাদের ক্রমবর্ধমান সম্পর্কের কথা তুলে ধরেন।

বিজ্ঞাপন

তিমুর-লেস্তে সরকারের দুই শীর্ষ প্রতিনিধি— অ্যাম্বাসেডর জর্জে কেমোয়েনস, মহাপরিচালক (পররাষ্ট্র ও সহযোগিতা মন্ত্রণালয়), এবং ইমানুয়েল টিলম্যান, পরিচালক (পররাষ্ট্র ও সহযোগিতা মন্ত্রণালয়)— বাংলাদেশের শান্তিরক্ষা কার্যক্রম, সক্ষমতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা ও কূটনৈতিক সহযোগিতায় দীর্ঘসময়ের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।

অতিথিদের স্বাগত জানিয়ে অনারারি কনসাল এবং এনভয় লেগেসি ও শেলটেক গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কুতুবউদ্দিন আহমেদ বলেন, তিমুর-লেস্তের স্বাধীনতার ঘোষণার ৫০ বছর শুধুই উৎসব নয়; এটি দুই দেশের সম্পর্ক আরও গভীর করার গুরুত্বপূর্ণ উপলক্ষ। সম্প্রতি তিমুর-লেস্তের আসিয়ান-এর ১১তম সদস্য রাষ্ট্র হিসেবে যোগদান নতুন সুযোগ সৃষ্টি করেছে বলেও তিনি উল্লেখ করেন।

সংবর্ধনার শেষে সাংস্কৃতিক পরিবেশনা ও মতবিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। দুই দেশের জনগণের দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতাই ছিল আয়োজনের মূল বার্তা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর