Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈশাখ


১৩ এপ্রিল ২০২৪ ১৭:০২

দিনান্তে এসে মানুষের বিষাদ গড়িয়ে পড়ে
অচেনা আলোর ওপর। নিশ্চুপ সংসারে যারা
অপ্রত্যাশিত আগুন নিয়ে খেলে বৈশাখের
রৌদ্রছায়ায় উচ্চারিত ঝরা পাতার অত্যাশ্চর্য
গান স্তব্ধতা ভেঙে ভেঙে রহস্যের মুখোমুখি
বসে। মৃতের শহরে অ্যাকুরিয়ামে দোল খায়
মৃত মাছ। কালবৈশাখীর ঝড় তামাটে দুপুর
তছনছ করে অগণিত খণ্ড খণ্ড মেঘের কাছে
নিয়ে যায়। চারদিকে অগ্নিমন্ত্র অবান্তর অন্ধতা
মানুষের মস্তিষ্ক ভোঁতা করে দেয়। প্রকৃতি কি
নগ্নতা ঢেকে দেয়? সীমানাহীন অন্ধকারে কে
উপেক্ষিত মগ্নতায় খিল এঁটে বসে থাকে?

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবিডিই

ঈদুল ফিতর ২০২৪ বিশেষ সংখ্যা কবিতা বৈশাখ বৈশাখী আয়োজন ১৪৩১ সুহিতা সুলতানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর