স্যুরিয়্যাল
১০ এপ্রিল ২০২৪ ১৬:৫৮
অলীক ঈশ্বর আর তার নিরন্তর আরাধনা
অমৃতস্য মিথ্যার কি দারুণ প্রবঞ্চনা
খান্ডব সময়ে পৃথিবীর সব ফুল, কুঁড়ি পাতা ঝরে গেলে
দাউ দাউ বসন্তে, ঝলসানো সবুজে
কেউ নেমে আসে না আর
গায়েবী হাওয়ার আড়াল থেকে,
ভ্রুক্ষেপহীন নির্ভার আকাশ তার সফল উপেক্ষায় –
পৃথিবীর বেদন রোদনে,
কোন আরশ কাঁপে না
শান্তির ভ্রান্তি বিলাস
সাদামাটা পাগড়ী আলখাল্লায়
পুতিন, নেতানিয়াহু, জলপাই উর্দি আর
জান্তার বুটের তলায়
উজার হয়ে যায় পশ্চিম, মধ্য বা পূর্বের পৃথিবী
ভলগা, ইউফ্রেটিস বেয়ে
অন্ত্যজ আরাকান
খাইবার পাখতুন, বামিয়ান, বাগদখশন
আহা নোবেলের স্ফীতোদর সুদখোর বেনিয়া
পকেট আর গলায় ঝুলে থাকা শান্তি
বিলি করে,
পাইরোম্যানিয়াক বিলিয়ন
ফেরী করে দারুণ বারুদের করুণা
পৃথিবীর তাবৎ ক্রোধ, অহম
নিয়ত বঞ্চনা করে,
মেরীর কোল খোঁজা শান্তির ওয়ারিশ
ক্রুশে বিদ্ধ হয়ে শিশু চোখ
খুঁজে ফেরে অলীক আশ্রয়-
শুধু কোথাও মেলে না আজ শান্ত ঈশ্বর,
কিংবা তার শান্তির প্রতিরূপ দোসর,
মানুষ।
সারাবাংলা/এসবিডিই