Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রকাশ্যে বিবৃতি দেওয়ার দিন


১০ এপ্রিল ২০২৪ ১৩:২১

আমার বলার তরে আকাশে আজ চাঁদ জেগেছে দূর
গলির ভিতর একটা লোক
ধীর আলী সন্ধ্যায় তানপুরা কাঁধে নিয়ে চলে যাচ্ছে
তার যাওয়াটা সুদূর;

তাকে আটকালো বেদনা থানার ওসি
এই দৃশ্যের অনতি দূরে দেখলাম আমি
ভাবলাম, সে বুঝি গান শোনার বায়না ধরেছে
যদিও দূরের অপেক্ষায় রয়েছে তার প্রেয়সি;

বেদনার হাতে যখন হাতকড়া পড়াল
বুঝতে পারলাম, একটু আগেই এখানে
একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে;
এমত সকল ঘটনা অনেক দূর পর্যন্ত গড়াল

মায়া হলো তার জন্য, বেদনা থানার ওসি-
তানপুরার ব্যাগের মধ্যে একটি সুর থাকে
অবৈধ কোলাহল থাকে না, বেদনাও থাকে কখনও
সে কথা যেমন আজ ভুলতেই বসেছি

যখন আর আমার কিছুই করার ছিল না
যখন এ গলার স্বরে ক্রমশই মৃদু হয়ে গেছি…
তখন এ বিবৃতি প্রকাশ্যে দিয়েছি।

সারাবাংলা/এসবিডিই

আলফ্রেড খোকন ঈদুল ফিতর ২০২৪ কবিতা প্রকাশ্যে বিবৃতি দেওয়ার দিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর