অনুভব
৯ এপ্রিল ২০২৪ ১৫:১১
সময় মিইয়ে যেতে যেতে
ক্ষয়িষ্ণু জ্যোৎস্না ফ্যাকাশে হলে
অনুরাগ ফুঁসে ওঠে না বলা কথায়,
বিনাশের ঠিক করে দেওয়া বিন্যাসে সময় সরে যায়-
প্রণয়ের জোয়ার সে গেছে থই থই ভাটায়
ঠিকঠাক বৃষ্টির রাতে,
আর্দ্র পালকের ছোঁয়া
সবকিছু দ্রবীভূত করে দেয়।
গুণ টেনে টেনে হেঁটে যাওয়া সারেঙ
জোয়ারের ভাষা যদি দিলে না বুঝে
হাওয়ার হিসেব যদি পেহচান না পায় পালের
অপেক্ষার ঝিঁঝি ডাকা খোয়াব খিজির
সুখের অসুখ রাতে
আর্দ্র পালকের ছোঁয়া
সবকিছু দ্রবীভূত করে দেয়।
সারাবাংলা/এসবিডিই