তোমার জন্য
৯ এপ্রিল ২০২৪ ১৫:০২ | আপডেট: ৯ এপ্রিল ২০২৪ ১৫:১২
জুতোর তলা ফুটো হয়েছে
তবুও তোমার দেখা পাবো ভেবে
ক্লান্ত হইনি।
অচেনা পথে হেটেছি
তোমাকে হারানোর ভয় আমাকে
থামতে দেয়নি।
লোকে বলে তুমি সোনার হরিন
তবুও আমি পিছু নিতে
কপট হইনি।
রুগ্ন পকেট ফি দিতে দিতে
ফুটো হওয়ার পথে,
আমি নিরাশ হইনি।
‘চাকরি’ আছি তোমার অপেক্ষায়,
আর কত তোমাকে না পাওয়ার
বেদনায় ভুগবো বলো!
তুমি কি আমার প্রতি
একটু সহানুভূতিশীল হতে পারো না?
সারাবাংলা/এসবিডিই