Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বইমেলায় সবাক-এর প্রথম বই ‘অরূপকথা’

সাহিত্য ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৪০ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৪২

সতের বছর বয়সী অরূপ চেয়েছিল বাড়ি ছেড়ে পালিয়ে যেতে। তার পরিকল্পনা ছিল সীমান্ত পাড়ি দিয়ে ভারত চলে যাবে, আর কখনো ফিরে আসবে না। কিন্তু পথে, লোকাল ট্রেনে দেখা হয়ে যায় ‘পরান মাঝি’ নামের রহস্যময় এক মানুষের সাথে। তারপর দ্রুত পাল্টে যেতে থাকে অরূপের জীবন। একের পর এক ঘটতে থাকে অপ্রাকৃত, অলৌকিক সব ঘটনা; যার কোনো ব্যাখ্যা সে খুঁজে পায় না।

— এমনই এক গল্প নিয়ে প্রকাশিত হয়েছে ব্লগার সবাক এর প্রথম বই ‘অরূপকথা’। ‘অরূপকথা’ একটি কিশোর উপন্যাস হলেও প্রাপ্তবয়স্কদের জন্যও বইটি উপভোগ্য।

বিজ্ঞাপন

সবাক বলেন, কলেজ পড়ুয়া অরূপ এবং রহস্যময় পরান মাঝির গল্প এখানেই শেষ হয়ে যাবে না। অরূপের পাশাপাশি পরান মাঝির জীবনে ঘটে যাওয়া আশ্চর্য সব ঘটনাও জানা যাবে পর্যায়ক্রমে।

বইটি প্রকাশ করেছে আদর্শ, পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলার ১৩৫-১৩৮ নম্বর স্টলে।

সারাবাংলা/এসবিডিই

বইমেলা ২০২৪ বইমেলায় সবাক-এর প্রথম বই ‘অরূপকথা’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর