Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবু আলীর ‘প্যারিস থেকে হামবুর্গ’

সারাবাংলা ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:২৬

সাংবাদিক আবু আলীর ভ্রমণবিষয়ক বই ‘প্যারিস থেকে হামবুর্গ’ পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায়। বইটির মুখবন্ধ লিখেছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম। প্রকাশ করেছে জ্যোতিপ্রকাশ। পাওয়া যাচ্ছে বইমেলায় জ্যোতিপ্রকাশ- এর ৪৩২ এবং বাংলা একাডেমি চত্বরের ঢাকা রিপোর্টার্স ইউনিটির ৭৭৩ নম্বর স্টলে।

‘প্যারিস থেকে হামবুর্গ’ গ্রন্থে লেখক ইউরোপের তিনটি দেশের বিভিন্ন দর্শনীয় স্থানের বিবরণ তুলে ধরেছেন, যা সংক্ষিপ্ত কিন্তু সুখপাঠ্য। যারা ফ্রান্স, সুইজারল্যান্ড এবং জার্মান ভ্রমণে আগ্রহী তাদের জন্য ঐতিহাসিক, সামাজিক ও সাংস্কৃতিক তথ্যে পরিপূর্ণ বইটি চমৎকার গাইড-বুক হিসেবে কাজ করবে। আদর্শ ভ্রমণকাহিনি বলতে যা বোঝায়, বইটির সর্বার্থে, ঠিক তা-ই। ঝরঝরে বর্ণনার গুণে ইউরোপের তিনটি গুরুত্বপূর্ণ দেশ বইটিতে জীবন্ত হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে রিপোর্টিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন লেখক। বর্তমানে তিনি দৈনিক আমাদের সময়ে সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত। এ ছাড়া শেয়ারবাজারে কর্মরত সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সাধারণ সম্পাদক। এটি লেখকের ষষ্ঠ গ্রন্থ।

সারাবাংলা/এজেডএস

আবু আলী প্যারিস থেকে হামবুর্গ বইমেলা ২০২৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর