Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপারনোভা

রানা নাগ
২০ অক্টোবর ২০২৩ ১৬:২৭

বৃষ্টি পড়ছেনা,
অবাক হই, মেঘও নেই,
নরম নরম মাটি
অথবা আমার এই জামাতেই-

বাষ্প নেই,
নেই পাহাড়ের ঢেউ
নাইটগার্ড চুপচাপ,
জ্যোছনায় দগ্ধ।

বৃষ্টি নেই
হায়েনার হাসি,
বৃষ্টি নেই
হাড়গুলি কাঁদে ।

মৌসুমের বাতাসও নেই
শিসার ধোঁয়ায় খুল যায়-
বালুকাবেলার স্তন
এক বিন্দু জলের জন্যই।

এই অপেক্ষা,
সুন্দর আর কী?

নক্ষত্র ঠান্ডা হবেই
দিগন্তের অচেনা কিনারে
সুপারনোভা ফেটে পড়ছে
কার জন্য?
আমার শরীরে সব বৃষ্টি।

সারাবাংলা/এজেডএস

রানা নাগ সুপারনোভা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর