যদি তোর ঢাক শুনে…
১৯ অক্টোবর ২০২৩ ১৫:৩৫ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৩ ১৯:০৮
বাড়ির পাশে পুজো আমার
পুজোর পাশে বাড়ি
ঢাক বাজলেই মণ্ডপে যাই
পৌঁছে তাড়াতাড়ি।
ঢাক শুনে ঘুমাতে যাই
ঢাকেই জেগে উঠি
এই দুনিয়ায় ঢাকের মতো
বাদ্য আছে দুটি?
নেচে নেচে বাদ্যটিকে
বাজায় যখন ঢাকী
মুগ্ধ হয়ে সেদিক পানে
তাকিয়ে আমি থাকি!
ঢাক না যদি বাজে তবে
সব নিরামিষ লাগে
ঢাক বাজানোর নিয়মকানুন
জানতে হবে আগে।
ঢাকের আওয়াজ বদলে যাবে
বদল হলে তিথি
ঢাকের সাথে পূজার্চনার
প্রচণ্ড সম্প্রীতি।
দশমীতে বাজবে যখন
বিসর্জনের ঢাক
ঠিক করেছি কাঁদব না তো..
কান্না যতই পাক!