Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুমি নও, অন্য কেউ


২৬ এপ্রিল ২০২৩ ২০:৪৩

তোমাকে হঠাৎ সেদিন দেখতে পেয়ে
অতীত ফিরে এলো গুনগুনিয়ে
ভালো করে চেয়ে দেখি এ কী!
অনেকখানিই বদলে গেছ সে কী?
তোমার কিছুই আর আগের মতো নয়
চোখদুটোও ক্রমাগত অন্য কথাই কয়।
তুমি আজ জোরে কথা বল, জোরে হাসো,
কোথাও কান না-পেতে, কিছুই না দেখে
কেবল একটানা বলতে ভালবাসো।
কাঁচাপাকা দাড়ি, হাসি ভরা মুখ
ভিন্ন অবয়ব; কতো জানি সুখ।
তোমাকে হঠাৎ দেখে আজ
বুকে বিষম তোলপাড় নয়,
‘তুমি নও’, ‘অন্য কেউ’
কেবল এ কথাটাই মনে হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবিডিই

ঈদুল ফিতর সংখ্যা ২০২৩ কবিতা তুমি নও অন্য কেউ পূরবী বসু পূরবী বসুর কবিতা 'তুমি নও অন্য কেউ' সাহিত্য

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর