অপলাপ
২৫ এপ্রিল ২০২৩ ১২:৫৯
শরীর
তোমার এমন কেনো
সোঁতায় সোঁতায় ধর্মজাল পাতা!
মগজ
তোমার এমন কেনো
প্রতি নতুন ফুলের প্রতি গাঁথা!
মনটা
তোমার এমন কেনো
ছটফটে এক ঊর্ণনাভ হাওয়া!
পরশ
তোমার এমন কেনো
বারংবার বেহায়ার মতো চাওয়া!
বুকটা
তোমার এমন কেনো
বেরিয়ে আসে পাহাড়সেঁচা জল!
আকাশ
তোমার এমন কেনো
যেদিক তাকাও অশ্রুতে টলমল!
ত্রিভুজ
তোমার এমন কেনো
রহস্যময় অরণ্য এক বুনো!
প্রশ্ন
তোমার এমন কেনো
ঢুঁড়েই মরি জবাব পাই না কোনো!
সারাবাংলা/এসবিডিই
অপলাপ ঈদুল ফিতর সংখ্যা ২০২৩ কবিতা শিমুল সালাহ্উদ্দিন শিমুল সালাহ্উদ্দিনের কবিতা 'অপলাপ' সাহিত্য