Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমার চিৎকার


২৪ এপ্রিল ২০২৩ ১৮:৫৪

আমাকে আটকে রাখো জঞ্জালে
আমার গলায় পেঁচিয়ে রেখো বিষাক্ত সাপ,
আমার শরীরে মাখিয়ে রেখো মিষ্টি গুড়
যাতে লাল পিঁপড়ার আস্তানা হয় এই দেহে।
পাহাড়ের ভাঁজে এমনভাবে লুকিয়ে রেখো
যাতে আমার নিশ্বাসের খোঁজ না পায় কেউ
আমার চিৎকার, যন্ত্রনা একটা কাকও যাতে না টের পায়।
তোমার সর্বশক্তি দিয়ে আমাকে মিলিয়ে দাও
আমার প্রতিটি আঙ্গুল ছেঁচা ছেঁচা করে দিও
আমার বুকে বেঁধে দিও অনেক ওজনের গোলাপী পাথর
একবিন্দু বাতাস যাতে গায়ে না লাগে আমার,
বৃষ্টির এক ফোঁটাও যেন ছুঁয়ে না যায় আমাকে
তবুও আমি বেরিয়ে আসবো তেজী রুপে।
বিশ্বাস করো আমি বেঁচে থাকবো
আমাকে এতটুকু দমাতে পারবে না
আমাকে একফোঁটাও হারাতে পারবে না
আমাকে কুর্নিশ করতে হবে তোমাকেই।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবিডিই

আমার চিৎকার আশনা হাবিব ভাবনা আশনা হাবিব ভাবনার কবিতা 'আমার চিৎকার' ঈদুল ফিতর সংখ্যা ২০২৩ কবিতা সাহিত্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর