Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মন বলে চল খোলাবাড়ি


২১ এপ্রিল ২০২৩ ১৭:১৩

চারদিকে তার অথই পানি মাঝখানে সেই গ্রাম
খোলাবাড়ি নাম।
গ্রাম সেতো নয়, ছোট্ট সবুজ দ্বীপ
কিশোরী মেয়ে দিয়েছে তার মাঝকপালে টিপ।

হালতি বিলের পাশে
খোলাবাড়ি গ্রাম যেন এক নৌকা হয়ে ভাসে।
ভাসছে খোলাবাড়ির মানুষ, ভাসছে যেন হাঁস
বিলের জলই বন্ধু তাদের বিলের জলই শ্বাস।
বিলের জলই প্রাণ
বিলের সাথেই তাদের সকল মান আর অভিমান।

শহর থেকে দূরে
খোলাবাড়ি বাঁশির মত ডাকছে সুরের সুরে।
পাগল করা হু হু বাতাস, বইছে সারাদিনই
ইচ্ছে করে বাতাস কিছু পয়সা দিয়ে কিনি।
অপূর্ব এক আলোর আভা সন্ধ্যা হলে নামে
খোলাবাড়ি গ্রামে।
হ্যারিকেন আর মোমের বাতি টিমটিমিয়ে জ্বলে
জ্বলছে হাজার জোনাক পোকা দূর থেকে লোক বলে।

মন বলে চল হালতি বিলে, খোলাবাড়ি থাকি
খোলাবাড়ির ছবি মনের ক্যানভাসেতে আঁকি।

সারাবাংলা/এসবিডিই

ঈদুল ফিতর সংখ্যা ২০২৩ কিশোর কবিতা মন বলে চল খোলাবাড়ি সাহিত্য হাসনাত আমজাদ হাসনাত আমজাদের কিশোর কবিতা 'মন বলে চল খোলাবাড়ি'

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর