রক্তরাগ বসন্ত
২০ এপ্রিল ২০২৩ ১৫:৫৮ | আপডেট: ২০ এপ্রিল ২০২৩ ১৬:১১
আমি আসলেই তোমার শহরে বসন্ত আসে
খোঁপায় ফোটে রক্তরাগ, কখনও অশোক
মৃদু হিমেল হাওয়া জানালায় উঁকি দেয়
বুকের বোতাম উল্লাসে ছিঁড়ে যায়।
চোখের সমুদ্রে নেচে ওঠে ঢেউ
অদেখা স্পর্শে কেঁপে ওঠো কচি পাতার মতন
ঘামে-কামে পিংক সল্টের স্বাদ
চুম্বনে আলিঙ্গনে তৃষ্ণা বাড়ে বহুগুণ।
আমি আসলেই তোমার শহরে বসন্ত আসে
কোকিল, বসন্তবৈরী খোঁজে প্রিয় ঠোঁট
অতলে ডুব দিয়ে খেলি ছোঁয়াছুঁয়ি খেলা
এ শহরে সবসময় বসন্ত বাতাস বয়।
শান্ত সরোবর পাখিদের জলকেলি দেখে
আর আমি দেখি স্বপ্ন মাখা জ্যোৎস্না।
সারাবাংলা/এসবিডিই
আরিফ নজরুল আরিফ নজরুলের কবিতা ‘রক্তরাগ বসন্ত’ ঈদসংখ্যা ২০২৩ কবিতা রক্তরাগ বসন্ত সাহিত্য