দীপংকর দীপকের দুটি কবিতা
২০ এপ্রিল ২০২৩ ১৩:৩৮ | আপডেট: ২০ এপ্রিল ২০২৩ ১৩:৫৫
পেটনীয় সূত্র
তুমি যখন সুখ-টেবিলে বসে মাংস দিয়ে ভাত খাচ্ছিলে
এমন সময় তিনতলার বাড়িওয়ালা চাচা
খুক করে কাশি দিয়ে থুক করে নিচে ফেলল এক দলা কফ
আর তুমি হড়হড় করে বমি করে দিলে।
এদিকে কিছু পড়ার শব্দ শুনে সাঁই করে দৌঁড়ে এলো পথশিশুটি
কিন্তু সানশেডে দাঁড়ানো কাকটি মুহূর্তেই ছোঁ-মেরে গিলে খেল কফ-দলা
বমি শেষে স্বাভাবিক হয়ে তুমি যখনবারান্দায় এসে দাঁড়ালে
তখনও দেখলে দুহাতে মাথা ভর করে উপরের দিকে তাকিয়ে আছে শিশুটি
সঙ্গে সঙ্গে তুমি ফ্রিজ খুলে একটি আপেল দোতালা থেকে ছুঁড়ে ফেললে নিচে
অমনি শিশুটি কুড়িয়ে নিয়ে গোগ্রাসে খেয়ে ফেলল তা
বিজ্ঞানের ক্লাসে এই গল্প শিক্ষকের মুখে শুনে, দ্বিধাগ্রস্ত শিক্ষার্থী শুধালে
আপেলটা তো খেয়ে ফেলল, তাহলে নিউটনীয় সূত্রের কী হবে?
উত্তরে ভাবগম্ভীর কণ্ঠে শিক্ষক বললেন, বৎস এটা হচ্ছে পেটনীয় সূত্র
এই সূত্র যেদিন পূর্ণতা পাবে সেদিন এই বাংলার ঘরে ঘরে জন্ম নেবে
অমন হাজারো নিউটন-আইনস্টাইন।
ক্ষমতা বনাম সমতা
পৃথিবীর নানা সমস্যা নিয়ে বসলেন বিশ্বনেতারা
লম্বা টেবিলের দুই পাশের দুটি চেয়ারে নেতৃত্বের স্টাইলে বসলেন
আমেরিকা ও রাশিয়ার প্রেসিডেন্ট
এতে ক্ষেপে গেলেন অনেক নেতা
বিশেষ করে চীনা প্রেসিডেন্ট হুমকির সুরে বললেন
এই অপমান আমি সহ্য করবো না
কী আর করার। সমতার লক্ষ্যে দ্রুত আনা হলো গোলটেবিল
আর কী আশ্চর্য এতেই শান্ত সবাই
আমরা সবাই জানি, পৃথিবী অনেকটা গোল টেবিলের মতোই গোলাকার
আর আমরা সবাই তার স্থায়ী বাসিন্দা
কিন্তু ক্ষমতাশীল ওই বিশ্ব নেতারা কেন সবার সমতার কথা ভাবছে না?
তারা কেন জনতার হুমকিতে কাঁপছে না?
সারাবাংলা/এসবিডিই
ঈদসংখ্যা ২০২৩ কবিতা দীপংকর দীপক দীপংকর দীপকের দুটি কবিতা সাহিত্য