মোহসেনা শাওনের কবিতা ‘মুক্তি চাই’
১১ এপ্রিল ২০২৩ ২০:১০ | আপডেট: ১২ এপ্রিল ২০২৩ ২০:৩১
আমি মুক্তি চাই
মুক্তি চাই, বিবেকের দংশন থেকে
মুক্তি চাই, প্রতিদিনকার অসহ্য যানজট থেকে
মুক্তি চাই, অসহায় মানুষের গায়ের ঘাম থেকে
আমি মুক্তি চাই
প্রতিদিন বাজারে সস্তায় নিজেকে বিকোয় যারা
তাদের হীন মনস্তাত্বিক খেলা থেকে।
এই গুমোট অন্ধকার থেকে,
স্যাতস্যেতে জং ধরা শহর থেকে।
মুক্তি চাই, তোমার মিষ্টি হাসির
আড়ালে যে চিৎকার দেওয়া বিভৎস হাসি- তার থেকে।
মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই
হ্যাঁ, আমি মুক্তি চাই।
বৈশাখী আয়োজনের আরও কবিতা পড়তে:
অচিন্ত্য চয়নের কবিতা ‘জলঠোঁটে আরোপিত হাসি’
চামেলী বসুর কবিতা ‘অগাধ শূণ্যতায় ডুবে যাবার আগে’
শৈবাল তালুকদারের কবিতা ‘তৃষ্ণা’
মনিরুজ্জামান মিন্টুর কবিতা ‘জন্মদিন’
মাশরুরা লাকীর কবিতা ‘এতো অল্প বৃষ্টি’
আব্দুল্লাহ আল মুক্তাদির-এর গুচ্ছ কবিতা
শাশ্বতী মাথিনের কবিতা ‘একান্ত এগুলো’
হাবিব ইবনে জাহানের কবিতা ‘সাতরঙা ভালবাসা’
কুশল ভৌমিকের কবিতা ‘একাব্বর সমীপে’
মোহাম্মদ নাদিমের কবিতা ‘আমার কোনো গ্রাম নেই’
সারাবাংলা/এসবিডিই
কবিতা বৈশাখী আয়োজন বৈশাখী আয়োজন ১৪৩০ মুক্তি চাই মোহসেনা শাওন সাহিত্য