তিন কার্টুনিস্ট পেলেন ‘বানকারাস’ পুরস্কার
৬ মে ২০১৮ ১৭:০৯ | আপডেট: ৬ মে ২০১৮ ১৭:২০
স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: শেষ হলো বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন এর আয়োজনে তিনদিনের কার্টুন প্রদর্শনী। প্রদর্শনীর শেষ দিনে (৫ মে) তিনটি ক্যাটাগরিতে পুরস্কার বিজয়ীদের হাতে ওয়াকম (গ্রাফিক ট্যাবলেট), ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পুরস্কার তুলে দেন বানকারাসের উপদেষ্টা ও উন্মাদ পত্রিকার সম্পাদক বিশিষ্ট কার্টুনিস্ট আহসান হাবীব এবং রেড অ্যাপেল কম্পিউটারের প্রধান নির্বাহী নূর হোসাইন।
প্রদর্শনীর মূল থিম ‘ভবিষ্যতের আর্ট’ (ফিউচার অব আর্ট) ক্যাটাগরিতে পুরস্কার জেতেন নাজমুস সাকিব, উন্মুক্ত কার্টুন থিমে সালমান শাকিব শাহরিয়ার ও ক্যারিকেচার ক্যাটাগরিতে প্রসূন হালদার।
পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত প্রসূন হালদার অনুভূতি জানাতে গিয়ে বলেন-“পুরস্কার পেতে কার না ভালো লাগে? প্রতিবছর এমন আয়োজন হলে নতুন কার্টুনিস্টরা নিজেদের কাজ তুলে ধরতে পারবে।’
পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কার্টুনিস্ট আবু হাসান, মেহেদী হক, নাসরিন সুলতানা মিতু প্রমূখ।
সারাবাংলা/পিএম