রেজাউদ্দিন স্টালিন-এর কবিতা ‘এই রক্তস্রোত’
১৮ জানুয়ারি ২০২৩ ১৭:২২ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৫২
রক্ত তরবারি চুইয়ে মাটিতে পড়ছে
চিবুক চুইয়ে পদতলে
বুক থেকে ব্রহ্মপুত্রে
মাটি থেকে নক্ষত্রে
লাল কালো নিরব ও নিষ্ঠুর
এই রক্তস্রোত
পদ্মা মেঘনা যমুনা পেরিয়ে বঙ্গোপসাগরে
কতকাল কতযুগ বহমান রক্তস্রোত
প্লাবন ও পলিতে সমৃদ্ধ করবে সংগ্রাম
ঢেউয়ের চূড়ায় রক্ত – ফেনায় ফেনায়
এই রক্তস্রোত হৃদয়োত্থিত
দিন ও রাত্রির আবর্তন ভেঙে
পদক্ষেপের পেছনে পেছনে ধাবমান
দৃশ্যমান সবুজের করোটিতে রক্ত
সূর্যের আলোয় -শিরস্ত্রাণের চোখে
প্রাণী ও প্রকৃতির- রক্তাঞ্জলি
প্রতিরোধ স্বপ্নের পায়ে
কেউ তা জানে না
রক্তস্রোত থিতু হয়ে কোথায় দাঁড়াবে
কোন দেশে কোন কালে
কার কান্নাদগ্ধ করতলে
বর্ণমালায়
সারাবাংলা/এসবিডিই
কবিতা রেজাউদ্দিন স্টালিন রেজাউদ্দিন স্টালিন-এর কবিতা ‘এই রক্তস্রোত’ সাহিত্য