ফারহানা হোসেন শাম্মুর কবিতা ‘শারদীয়া’
১ অক্টোবর ২০২২ ১৮:১৮ | আপডেট: ১ অক্টোবর ২০২২ ১৯:৪১
কাশের নাকে জমা,
ঝিরঝিরে ঘাম।
আজ থেকে তার নাম
শিশির দিলাম।
জলে করে জল রঙ
ঢেউ মাখলাম,
আজ থেকে ছায়া বলে তারে ডাকলাম।
ডাঁসা ডাঁসা কাশ দিয়ে
ঠাসা এলবাম
অবেলায় কেন তার পাতা খুললাম?
পাতা পাতার ফাঁকে
জোড়া বালিহাঁস,
মেঘ হবে আকাশের
চির কৃতদাস।
সারাবাংলা/এসবিডিই/এএসজি