ঝুমু ইসলাম-এর কবিতা ‘একটি মানচিত্র’
১৪ আগস্ট ২০২২ ১৮:৪৫ | আপডেট: ১৪ আগস্ট ২০২২ ১৮:৪৭
আজও বাতাসে বারুদের গন্ধ পাই।
আজও দেয়ালে লেপ্টে আছে তাজা রক্ত।
হৃদয়ের ক্ষত চিহ্ন আজও রয়ে গেছে সেদিনের মত।
শোকের ছায়ায় পৃথিবী থমকে গেছে। মৌন নিরবতায় পৃথিবী আজও গুমড়ে কাঁদে।
হাহাকার আর হারানোর বেদনায় মূর্ছা যায় মন।
পাখিদের কলরব, নদীর ছলছল বয়ে চলা থমকে গেছে।
বাঙালীর আরাধ্য পুরুষ হারিয়ে গেছে। মহান নেতা-চিৎকার করে বলতে ইচ্ছে হয়-
তুমি দিয়েছ মোদের বাংলাদেশ।
মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছ। আজন্মকালের তরে ঋণী করেছ মোদের।
১৫ই আগস্ট-
ইতিহাসে বেদনাবিধুর একটি দিন,
বিভীষিকাময় একটি রাত-
ইতিহাসের একটি কালো অধ্যায়! হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী ভুলিনি তোমার দান।
চেক লুঙ্গী আর পবিত্রতার সাদা পান্জাবীতে প্রথম তলার সিঁড়ির মধ্যখানে নিথর দেহে পরে আছে মহানায়ক!
পাশেই পরেছিল-ভাঙা চশমা আর তামাকের প্রিয় পাইপ।
জাতির পিতা আজও স্মৃতিতে তুমি চির অম্লান।
জানালার কাঁচ, মেঝে আর ছাদে যে রক্তের দাগ,
আজ তা বাঙালীর হৃদয়ে লেপ্টে আছে। মগজ আর হাড়ের গুঁড়ো ছড়িয়ে ছিটিয়ে আছে আজও হৃদয়ের আনাচে-কানাচে।
জাতির জনক তোমার বুক কেবল ঝাঝরা হয়নি বুলেটে-
ছিন্ন-ভিন্ন হয়েছে লাখো বাঙালীর হৃদয়।
দিশেহারা জাতি, কাঁদছে বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান- একটি একটি মানচিত্র, একটি দেশ, একটি নাম-
জাতির জনক তোমাকে জানাই সশ্রদ্ধেয় ছালাম।
সারাবাংলা/এসবিডিই/এএসজি