Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জলে ভরা আষাঢ়

শ্যামলী বেগম
১২ জুলাই ২০২২ ১৯:০৬

এমনি ভেঙে চুরে হয়তো আষাঢ় আসেনি
কত যুগ আগের এক প্রেমিক হয়ে যেন
এসেছে এই আষাঢ়
নাকি সহস্র জনম পরে ঘন কালো মেঘ হয়ে
জন্ম নিয়েছ তুমি
আহ্লাদী বৃষ্টি হয়ে ||
মাঠের পর মাঠ ۔۔দিগন্ত জুড়ে নব তৃণদলে
বাদলের ধারা ঝরছে অবিরত
ইচ্ছে করে নিজেই বৃষ্টি হয়ে
মিশে যাই তৃণদলে
তোমার চোখে ঝড়ি
এক পশলা বৃষ্টি۔হয়ে |
বুকে জমানো মৌন মেঘের দলেরা
বৃষ্টির রিমঝিম শব্দে দল বেঁধে
ছুটে বেড়াচ্ছে এপ্রান্ত থেকে ওপ্রান্তে
জমানো সব গল্প হয়ে |
দুই চোখ কবিতা নিয়ে আজ
ভিজলো স্মৃতি, ভিজলো সব |
বৃষ্টি۔۔কি কেবলই জল ঝরিয়ে
শান্ত হয় ?

বিজ্ঞাপন

নাকি সেও জিঘাংসার ব্রত বুকে নিয়ে
ভালোবাসার প্রহার করে ধরণীকে
তছনছ  করে দিতে চায় সবুজ প্রকৃতির
অসাধারণ সৃষ্টিকে |
হে শ্রাবণ! ধুয়ে দিতে পার কি
তোমার সেই নান্দনিক ঝড়ে
বেওয়ারিশ সব স্বচ্ছতার গভীরতাকে?

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর