Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয় হোক আমাদের ‘তলাবিহীন ঝুড়ি’র

আহ্‌সান কবীর
২৫ জুন ২০২২ ১৮:৪৬

‘তলাবিহীন ঝুড়ির’ শক্তি অসীম
কারণ তলাবিশিষ্ট ঝুড়িগুলোর ধারণ
এবং বিতরণ ক্ষমতা সীমিত
এবং সংবিধিবদ্ধ!

এর সমান্তরালে-
তলবিহীন ঝুড়ি উগড়াতে পারে
প্রসব করতে পারে সম্ভাবনা এবং অর্জন
চরাচর কাঁপিয়ে দিতে পারে
এর সতেজ শার্দুল গর্জন
শীষপা হয়ে দাঁড়াতে পারে
চরম বিপরীত, বিরুদ্ধ, বিপাক
স্রোতের মুখে- সব কপটতা রুখে!

তলযুক্ত ঝুড়িগুলো বড় একপেশে
হামেশাই একঘেয়ে, অনেক সময়
যেন ধর্নুভঙ্গ পণ করে বসা বঙ্কিমপুছ
কারণ- এরা এমনই, এর বাইরে
এদের- করার নেই কিছুই।

আমাদের ‘তলাবিহীন ঝুড়ি’র জয় হোক
জাত-বেজাত সমগ্র দুনিয়া দাঁড়িয়ে আজ
সেলাম দিক, করুক প্রণাম
আমাদের পাদপদ্মে
আজ আমরা সুউচ্চে দাঁড়িয়ে
পদ্মার মিনারে
পদ্মার অহঙ্কারে
প্রিয়তমা প্রেয়সী
পদ্মা সেতুতে
বিশ্ববাসী- ‘তোমাদের স্বাগতম’

তোমরা আবারে ডাকো আমাদের
সেই গৌরবদীপ্ত, অহঙ্কারভরা, কর্কশ
দারিদ্রের কষাঘাত অভিষিক্ত
সেই অনুপ্রেরণাদায়ী উপাধি
‘তলাবিহীন ঝুড়ি’ ‘তলাবিহীন ঝুড়ি’!
আমরা উদ্দীপ্ত হই!

তোমরা চান-তারার দেশে রকেট পাঠাও
তোমার এক বোতামের চাপে তাবা করে
দিতে পারো আমাদের মতো লক্ষ-কোটিকে
নিমিষে
আমরা আমাদের তলবিহীন ঝুড়ির
অসীম সীমান্তে চাঁদ-সূর্য-সৌরজগত
সপ্তাকাশ ভরে নেব একদিন
আমাদের অনাগত প্রজন্ম দেবে জন্ম
সেদিন মানবিক এক বিশ্বের
সেই ক্রান্তি সময়ে প্রতিটি মানচিত্র
হবে তলাবিহীন ঝুড়ির ন্যায়
অসীম সম্ভাবনাময়
পবিত্র এক বিস্ময়!

সারাবাংলা/এসবিডিই/এএসজি

আহ্‌সান কবীর কবিতা জয় হোক আমাদের ‘তলাবিহীন ঝুড়ি’র

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর