Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মীনা মিডিয়া অ্যাওয়ার্ড’ পেলেন পলাশ মাহবুব


১৪ ডিসেম্বর ২০১৭ ২০:৩০ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৫:৪৬

তুহিন সাইফুল, স্টাফ করেসপন্ডেন্ট

পলাশ মাহবুব, কথাসাহিত্যিক ও নাট্যকার। তিনি শিশু ও প্রেমিকদের জন্য লেখেন। তার লেখায় থোকায় থোকায় জোনাক জ্বলা শব্দের অরণ্যে শিশুরা ঘুরে বেড়ায়, সূর্যমুখী দুই বোনের সঙ্গে বসে গল্প করে। তার লেখায়, রোমিওপ্যাথির বড়ি খেয়ে প্রেমিকের দল প্রেমাণুকাব্যের অনুভূতির মতো ছড়িয়ে থাকে। যার লেখায় এত প্রেম, এত মায়া তাকে পুরস্কৃত করাটাও সম্মানের। তাই গল্পগ্রন্থ ‘তালা’র জন্য পলাশ মাহবুবকে ‘মীনা অ্যাওয়ার্ড’ দিয়ে সম্মানিত করেছে ইউনিসেফ।

পুরস্কৃত হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে পলাশ মাহবুব বলেন, ‘পুরস্কার পাওয়ার অনুভূতি সব সময়ই অসাধারণ। আর পুরস্কার যদি হয় শিশু-কিশোরদের নিয়ে কাজ করার প্রাপ্তি তাহলে তো কথাই নেই। আমি বেশ কিছু পুরস্কার ইতিমধ্যে পেয়েছি তবে এই পুরস্কার সবার মধ্যে ব্যতিক্রম একটি। ইউনিসেফকে ধন্যবাদ।’

বিজ্ঞাপন

সাংবাদিকতা পেশার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকলেও পলাশ মাহবুব লিখছেন নিয়মিত। শিশুদের ভালবাসেন তাই তার লেখালেখির একটি বড় অংশ শিশুদের জন্য। এর বাইরে গল্প, উপন্যাস, টেলিভিশন নাটক, রম্য রচনা, ছড়াসহ অনুভূতির অন্যান্য ভাষান্তরও করেন তিনি। জনপ্রিয় এই লেখকের ‘টো টো কোম্পানি সিরিজ’, ‘লজিক লাবু সিরিজ’, ‘আবু ওসমানের নিজস্ব ভুল’, ‘আবু ইদরিস যখন লেখক হতে চেয়েছিলেন’, ‘হঠাৎ খলিল’, ‘সূর্যমুখীরা দুইবোন’, ‘থোকায় থোকায় জোনাক জ্বলে’, ‘বই খুললেই ভূত’, ‘মা করেছে বারণ’, ‘প্রেমাণুকাব্য’ বইগুলো উল্লেখযোগ্য।

পলাশ মাহবুব বর্তমানে সারাবাংলা ডটনেট এবং দৈনিক সারাবাংলা’য় উপ-সম্পাদক হিসেবে কর্মরত।

প্রসঙ্গত, শিশুদের অধিকার সমুন্নত রাখার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ৪৯ জন গণমাধ্যমকর্মীকে সম্মানীত করেছে ইউনিসেফ। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কেন্দ্রে বৃহস্পতিবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি এবং ইউনিসেফ বাংলাদেশের পক্ষে এডুয়ারর্ড বেগবেদার বিজয়ীদের হাতে ক্রেস্ট, পুরস্কারের অর্থ ও সনদ তুলে দেন। ইউনিসেফ বাংলাদেশের শুভেচ্ছাদূত অভিনেত্রী আরিফা জাহান মৌসুমী ও জাদুকর জুয়েল আইচও এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/তুসা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর